• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

দিনাজপুরে গাঁজাসহ বাবা ও ছেলে আটক 

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৪  

সবার চোখ ফাঁকি দিয়ে বাবা ও ছেলে অভিনব কৌশলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাঁজার চালান এনেও শেষ রক্ষা হয়নি। গাঁজার চালান কুরিয়ার সার্ভিস থেকে রিসিভ করে নিয়ে যাওয়ার সময় গোপনে ওৎ পেতে থাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) একটি দল তাদের গ্রেফতার করে।

বুধবার দিবাগত রাতে দিনাজপুর শহরের কালিতলা থেকে ৫ কেজি গাঁজাসহ ওই বাবা রঞ্জিত রায় ও ছেলে রিপন রায়কে আটক করা হয়।

আটককৃতরা হলেন দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর এলাকার মৃত দনো রায়ের ছেলে রঞ্জিত রায় ও তার ছেলে রিপন রায়। রঞ্জিত রায়ের আরেক ছেলে কিছুদিন আগেই মাদকসহ ডিএনসির হাতে আটক হয়েছিল। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) দিনাজপুরের উপপরিচালক মোঃ শহিদুল মান্নাফ কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওত পেতে থাকা ডিএনসির দল কুরিয়ার সার্ভিসের সামনে থেকে সন্দেহজনক মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। জব্দ করা হয় ৫ কেজি গাঁজা ও পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি। তারা সম্পর্কে বাবা ও ছেলে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –